অবশেষে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ !!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে জল ঘোলা কম হচ্ছে না। এ নিয়ে দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে মিটিংয়েও বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জানা গেল বাংলাদেশ সত্যিই পাকিস্তান সফরে যাচ্ছে। তবে খবরটি বিসিবি নয় জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পিসিবি জানায়, বাংলাদেশ পাকিস্তানে গিয়ে দুইটি টেস্ট খেলবে। শুধু টেস্ট নয় সাথে খেলবে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও। তবে এ নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয় নি।