আপনি নয়, আমাকে তুমি করে বলুন: শেখ হাসিনাকে মমতা !!
গতকাল শুক্রবার কলকাতার ইডেন উদ্যানে গোলাপি বলে ভারত-বাংলাদেশের টেস্টের উদ্বোধন হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখে হাসিনাকে অভ্যর্থনা জানানোর পর থেকে আন্তরিক আপ্যায়ণে ব্যস্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
ম্যাচ দেখতে আসা ক্রিকেটের তাবড় তারকা, অভ্যাগতদের সঙ্গে কথায়, আলাপে সকলের ‘দিদি’ হয়ে মধ্যমণিও থাকলেন তিনিই।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে বহু প্রতিক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল।
সৌজন্যমূলক সাক্ষাতে কখনও ‘আপনি’, কখনও ‘তুমি’ বলছেন দেখে শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে আপনি বলবেন না। ইংরেজিতে তো শুধু ইউ। আমাদের বাংলায় আপনি, তুমি দু’টো শব্দই আছে। তুমিটা অনেক আপন। আমাকে তুমিই বলবেন। শেখ হাসিনা মৃদু হেসে কাছে টেনে নেন মমতাকে।
এছাড়া সন্ধায় তাজে বৈঠকের সময় শেখ হাসিনাকে বালুচরি স্বর্ণচরি শাড়ি, দু’টো শাল উপহার দেন মমতা। বৈঠক সেরে ফের দু’জনেই ইডেনে। শেখ হাসিনা মমতাকে বলেন, চলো একসঙ্গে গাড়িতে যাই।
বিদেশি রাষ্ট্রপ্রধানের প্রোটোকলের মধ্যে মমতা ঢুকতে চাননি। তাই শেখ হাসিনার সৌজন্যে ধন্যবাদ জানিয়ে মমতার বিনীত অনুরোধ, না আমি বরং আগে যাই। আপনি আপনার মতোই আসুন।