আফগানিস্তানে গ্রেফতার হলেন ঢাকার আইএস নেতা !!
মধ্যপ্রাচ্যভিত্তিক জ’ঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শাখা আইএস খুরাসানের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলে বলে খবর প্রকাশ করেছে আফগান বার্তা সংস্থা খামা প্রেস। সংস্থাটি শনিবার (১২ এপ্রিল) তাদের খবরে দ্য ন্যাশনাল ডিরোক্টোরেট অব সিকিউরিটি (এনডিএস) দাবি করেছে, আফগান গোয়েন্দা সংস্থা মোহাম্মদ তানভির ওরফে ওমরান ওরফে আহমাদ ওরফে নাসির নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
তার বাড়ি ঢাকায়। দ্য ন্যাশনাল ডিরোক্টোরেট অব সিকিউরিটি (এনডিএস) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, তানভির আইএস খুরাসানের তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান ছিলেন। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ইসা পাঞ্জাবির কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন।
আইএস খুরাসানের নেতাদের মধ্যে গোপন যোগাযোগ রক্ষায় মুখ্য ভূমিকা পালন করতেন তানভির।এনডিএস জানিয়েছে, তানভিরের সঙ্গে গ্রেপ্তার হওয়া আলি মোহাম্মদ আইএস খুরাসানের অন্যতম শীর্ষ নেতা। তিনি সন্ত্রাসী গোষ্ঠীটির রসদ বিষয়ক দায়িত্বে ছিলেন। সে পাকিস্তানের নাগরিক।