‘আমাকে বিয়ে না করলে, আমার মৃত্যু ছাড়া কোন পথ নেই’ !!
মঙ্গলবার (১৯ নভেম্বর) লক্ষ্মীপুরে কমলনগরে বিয়ের দাবিতে প্রেমিক রফিক উল্ল্যাহর বাড়িতে অনশন করছে সারমিন আক্তার (১৬) নামের এক কিশোরী।
অনশনরত সারমিন , দুই বছর ধরে স্থানীয় ফয়েজ আহমদের ছেলে ট্রাক চালক রফিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন সময়ে তাকে নিয়ে নানা স্থানে ঘুরাঘুরি করে রফিক। বিয়ের প্রলোভনে তাকে দৈহিক সম্পর্কেও জড়াতে বাধ্য করা হয় বলে অভিযোগ তার।
সর্বশেষ গত রবিবার বিয়ে করার আশ্বাসে লক্ষ্মীপুর জজকোর্টের এক আইনজীবীর কাছে তাকে নিয়ে আসে রফিক। পরে তার ভাবী ও পরিবারের লোকজন কৌশলে রফিককে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এরপর তার খোঁজ না পেয়ে রফিকের বাড়িতে এসে অনশন শুরু করে।
সারমিন আরও বলেন, বিয়ের প্রলোভনে রফিক আমার সর্বনাশ করেছে। হয় আমাকে বিয়ে না হয় আমার মৃত্যু ছাড়া কোন পথ নেই।এ ব্যাপারে কমলনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ সোলায়মান, বিষয়টি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।