উত্তরপ্রদেশে ইন্টারনেট বন্ধ, নজরদারি চলছে ড্রোনে !!
ভারতে নাগরিকত্ব সংশোধন বিল পাশ করার পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে আছে দেশটির বিভিন্ন রাজ্য। রাজ্যে রাজ্যে কারফিউ জারি করেও পরিস্থিতি সামলাতে পারছে না মোদী সরকার। পুলিশের সাথে সংঘর্ষে ভারতজুড়ে নিহত হয়েছেন অন্তত ৩০ জন বিক্ষোভকারী। এই অবস্থায় ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পুলিশ, চালানো হচ্ছে ড্রোন দিয়ে নজরদারি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজ্য পুলিশের ডিজি ওপি সিংহ বলেছেন, ৭৫টি জেলার মধ্যে ২১টি জেলায় ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। এর আগে, রাজ্যজুড়ে হিংসার ঘটনায় বিজনৌর, বুলন্দশহর, মুজফফরনগর, মেরঠ, আগরা, সম্ভল, ফিরোজাবাদ, আলিগড়, গাজিয়াবাদ, রামপুর, সীতাপুর এবং কানপুরে আগেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছিল।
শুক্রবার জুমা নামাজের পর বিতর্কিত নাগরিক সংশোধনী আইন বাতিলের প্রতিবাদে ফের বিক্ষোভের আশঙ্কায় আরও বেশ কয়েকটি জেলায় এ পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।