উল্টো পথে এমপির গাড়ি, লাইভে যা বললেন ব্যারিস্টার সুমন !!
রাজধানী ঢাকার সড়কে উল্টো পথে এক সংসদ সদস্যের (এমপি) গাড়ি দেখে ফেসবুক লাইভে আসেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় মুখ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত সোমবার বিকেল ৩টায় রাজধানীর জিপিও মোড় থেকে লাইভে আসেন তিনি।
এসময় সায়েদুল হক সুমন বলেন, একজন সংসদ সদস্যের গাড়ি পুরো উল্টো যাচ্ছে। আমি তাকে ফলো করে যাচ্ছি।
তিনি আরও বলেন, এই যদি হয় ভিআইপিদের অবস্থা তাহলে আপনি কিভাবে কি করবেন? তবে গাড়িটি কোন সংসদ সদস্যের তা উল্লেখ না করলেও গাড়ির নাম্বারটি ভিডিওতে দেখিয়েছেন। গাড়িটির নাম্বার হল- (ঢাকা মেট্রো-ঘ ১৫-৩৯০০)। উল্লেখ্য, ফেসবুকে চারপাশের নানা অসঙ্গতি লাইভে এসে তুলে ধরে আলোচনায় আসেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হবিগঞ্জের চুনারুঘাটে জন্মগ্রহণ করেন হাইকোর্টের এ আইনজীবী।