একই শ্রেণিকক্ষে ছেলে-মেয়ে একসাথে পড়ানো নিষেধঃ তালেবান
তালেবান এর ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি রোববার (২৯ আগস্ট) জানান, ছেলে-মেয়ে একসাথে একই কক্ষে পড়া যাবে না। তবে আফগান মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার অনুমতি দিয়েছে তালেবান কর্তৃপক্ষ।
অতি শিগগিরই তাদের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আকুন্দজাদা জনসমক্ষে আসবেন। বর্তমানে কান্দাহারে অবস্থান করছেন তিনি। আবদুল বাকি বলেন, শরিয়তি আইন মেনে আফগানরা উচ্চ শিক্ষা অবশ্যই চালিয়ে যেতে পারবেন।
অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। শিক্ষক এবং মন্ত্রণালয়ে কর্মরতদের বেতনও পরিশোধ করা হবে। সমাজকে ইসলাম এবং রাষ্ট্রের ঐতিহ্য, সংস্কৃতি মেনেই গড়ে তোলা হবে।