এবার মাদ্রাসা শিক্ষকদের সকল দাবী মেনে নিলেন মমতা !!
ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অনেকদিন ধরেই তাদের বেতন বাড়ানোর দাবি করে আসছিলেন । এবার তাদের দাবি মেনে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর জিনিউজের বরাতে জানা যায়, গত শনিবার মাদ্রাসাশিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধিসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর তারই নেপথ্যে গত বছরের ১ এপ্রিল থেকে নতুন কাঠামো অনুযায়ী মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা বেতন পাবেন ।
ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের দাবী মেনে নিয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদ্রাসা শিক্ষাকেন্দ্র, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক ও কর্মীদের বেতন বাড়ল। ১ এপ্রিল ২০১৯ সাল থেকে কার্যকর হচ্ছে বেতন কাঠামো।