এবার মিশরেও পড়েছে ক’রোনার থা’বা !!
ক’রো’না’ভা’ই’রাসে থেকে রেহাই পায়নি মিশরও। এই দেশটিতেও থা’বা বাসিয়েছে বিশ্ব কাঁপানো এই ভা’ই’রাস। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মিশরের এক নাগরিক করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন। সম্প্রতি তিনি ফ্রান্স হয়ে সার্বিয়া থেকে মিশরে ফিরেছেন।
এর আগে মিশরে এক বিদেশি নাগরিক ক’রো’না’ভা’ই’রাসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি সুস্থ হয়ে গেছেন। তবে এবার এক মিশরের নাগরিকের শরীরে ধরা পড়ল ক’রোনা। ৪৪ বছর বয়সী ওই মিশরের নাগরিক ফ্রান্সে ১২ ঘণ্টা অবস্থান করেছিলেন।তারপর দেশে পৌঁছার পর করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। কিন্তু কয়েকদিন পরই ক’রো’নার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি।
আজ বৃহস্পতিবার ল্যাবরেটরির ফলাফলে ধরা পরে ওই ব্যক্তির শরীরে ক’রো’না’ভা’ই’রাস রয়েছে। তাকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিশরে ১৯০৪ জনের করোনার পরীক্ষা করা হয়েছে। কিন্তু সবার শরীরেই ক’রো’নার উপস্থিতি পাওয়া যায়নি।