করোনায় শুধু ঢাকাতেই আ’ক্রান্ত ৯ হাজার, বেশি আ’ক্রান্ত যে যে স্থানে !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পৃথিবী। বিশ্বের সকল দেশে চলছে হাহাকার। মৃ’ত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের ক্ষমতাসীন রাষ্ট্রগুলোও। বাংলাদেশেও পড়েছে করোনার মরণ থাবা। শুধু ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৯২৩ জন। বেশি আ’ক্রান্ত পুরান ঢাকা, মিরপুর, যাত্রাবাড়ি, মহাখালী ও রাজারবাগে।
শুধু কাকরাইলে শনাক্ত হয়েছে-২৫৪ জন। এরপরেই যাত্রাবাড়িতে শনাক্ত হয়েছে ২২৭ জন ও পুরো মিরপুরে শনাক্ত হয়েছেন ২২৫ জন। এছাড়া মহাখালীতে ২২৪ জন ও রাজারবাগে শনাক্ত হয়েছে ২০৬ জন করোনা রোগী। মোহাম্মদপুরে ১৯৮, মুগদায়- ১৮৯ , তেজগাঁওয়ে-১৪৪, লালবাগে ১১৭, বাবুবাজারে ১১৫ জন আ’ক্রান্ত।
এছাড়া উত্তরায় আ’ক্রান্ত ১০৬ জন। মগবাজারে ৯৮, মালিবাগে ১০১, বাড্ডায় ৯৩, ধানমন্ডিতে ৯৭, বংশালে ৮৪, খিলগাঁও-এ ৮৪ জন শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া, মিরপুর সবচেয়ে বেশি শনাক্ত মিরপুর ১ এ ৫৩ জন, ১১ তে ৪৮ জন ও ১৪তে ৪১ জন। তবে শুরুতে যে টোলারবাগ এলাকাকে রাজধানীতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলো সেখানে এখন করোনা রোগী ১৯ জন।