করোনা থেকে রক্ষার জন্য সবাইকে নামাজ-রোজা করা উচিত – কাদের মির্জা !!
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, করোনা আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে। দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তাদের অপকর্ম, লুটপাট ও গরিবের ওপর অত্যাচারের কারণে খোদার গজব করোনা রোগ আল্লাহ দিয়েছেন। এটা থেকে রক্ষার জন্য সবাই নামাজ-রোজা করা উচিত। অন্যরা নিজ নিজ ধর্ম-কর্ম পালন করা উচিত।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ফেসবুক লাইভে এসে আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।কাদের মির্জা বলেন, দুইবার টিকা দেওয়ার পরও করোনা আক্রান্ত হচ্ছে মানুষ। লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন করাই উচিত।
আল্লাহ রক্ষা করলে আমাদের রক্ষা করতে পারেন। বড় লোকেরা বিদেশে গিয়ে চিকিৎসা করছেন। তাদের অঢেল টাকা আছে। গরিব মানুষের তো কোনো উপায় নেই।