করোনা সংক্রমণের ২য় ঢেউ শুরু ইরানে , ফের ম’হামারি !!
ইরানে সাম্প্রতিক কয়েক সপ্তাহে করোনাভাটইরাস শনাক্তের সংখ্যা দ্রুত ও হঠাৎ করে খুব বেড়ে গেছে। আশংকা করা হচ্ছে দেশটি এখন দ্বিতীয় দফা মহামারির মুখোমুখি। ইরান লকডাউন শিথিল করতে শুরু করেছিল এপ্রিলের মাঝামাঝি। তখন দেশটিতে সংক্রমণের সংখ্যা কমে গিয়েছিল।
তাহলে কি দেশটি এখন তাড়াতাড়ি লকডাউন তোলার মূল্য দিচ্ছে? নতুন দফায় জুনের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তার আগের সপ্তাহের তুলনায় এই বৃদ্ধি ৫০%।এই সংখ্যা ৪ঠা জুন তারিখে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ ছিল- ৩,৫৭৪। এর পর সংখ্যা সামান্য কমেছিল।
প্রথম দফায় দেশটিতে কোভিড শনাক্ত হওয়া রোগীর দৈনিক সর্বোচ্চ সংখ্যা ছিল ৩,১৮৬, ৩০শে মার্চ তারিখে। সেসময় চীনের বাইরে সবচেয়ে বেশি সংক্রমিত দেশগুলোর অন্যতম ছিল ইরান। তখন ইরানের কর্তৃপক্ষ মসজিদ এবং কুওম শহরের প্রধান ধর্মীয় স্থানগুলো বন্ধ করে দেবার ব্যাপারে যে গড়িমসি করছিলেন তা নিয়ে সমালোচনা হয়েছে। চলাফেরা সীমিত করার ক্ষেত্রেও দেশটির সরকার দ্রুত পদক্ষেপ নেয়নি বলে সমালোচনা করা হয়েছে।