গৃহকর্মীকে ৮ বছর ধরে ধর্ষণ করেছেন স্বামী, সহযোগিতা করেছিলেন স্ত্রী
চট্টগ্রাম শহর পাহাড়তলী থানা এলাকায় একজন গৃহকর্মী (২০) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিরাজ (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী শাহেদা আক্তার পিংকিকে (৩২) ধর্ষণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুজনের গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। পাহাড়তলী মৈতিল্লা পাড়ায় নাসির ভবনের চতুর্থ তলায় থাকেন তারা।
পাহাড়তলী পুলিশ সূত্রে খবর, সোমবার (১৩ সেপ্টেম্বর) ভিকটিম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযানে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা অনুসারে ভিকটিম গৃহকর্মী ১৫ বছর ধরে অভিযুক্তের বাড়িতে কাজ করছিলেন। সিরাজ সাত -আট বছর ধরে গৃহকর্মীকে ধর্ষণ করে আসছিল। ভিকটিম গৃহকর্মী বিষয়টি সিরাজের স্ত্রীকে জানালে তিনিও সহযোগিতা করেননি। একপর্যায়ে গৃহকর্মী ধর্ষিত হন এবং এখন আট মাসের অন্তসত্ত্বা। পরে গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।