জেনে নিন যে ধাতু স্বর্ণের চেয়েও অধিক দামি !!
বাজারে প্যালেডিয়াম ধাতুর দাম বেড়ে গেছে। এ ধাতুর দাম গত দুই সপ্তাহে ২৫ শতাংশ বেড়েছে। যার মূল্য গত বছরের তুলনায় এখন দ্বিগুণ।এক আউন্স (২৮.৩৫ গ্রাম) প্যালেডিয়ামের দাম দুই হাজার পাঁচশ ডলার যেটা স্বর্ণের দামের চেয়ে অনেক বেশি। খবর বিবিসি বাংলার। প্যালেডিয়াম ধাতু দেখতে সাদা চকচকে প্লাটিনাম ধাতুর মত।
এ ধাতুর গোত্রে রুথেনিয়াম, রেডিয়াম, অসমিয়াম এবং ইরিডিয়ামও রয়েছে।রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বের বেশিরভাগ প্যালেডিয়াম পাওয়া যায়। ক্যাটালিটিক কনভার্টার নামে গাড়ির একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরির জন্য এটা মূলত বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়।
এই ক্যাটালিটিক কনভার্টার গাড়ির দূষিত গ্যাস নির্গমন কমাতে সাহায্য করে। সম্প্রতি এ ধাতুর দাম এতই বেশি হয়েছে যে বিশ্বব্যাপী গাড়ির ক্যাটালিটিক কনভার্টার চুরির ঘটনা বেড়ে গেছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে ২০১৯ সালের প্রথম ছয় মাসে সে সংখ্যায় চোর ধরা পরেছে সেটা গত বছরের তুলনায় ৭০ শতাংশ বেশি। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় এ ধাতুর দাম বাড়ছে।দাম যে হারে বাড়ছে, তার ফলে খনি শ্রমিকদের প্লাটিনাম এবং নিকেলের চেয়ে প্যালেডিয়াম উৎপাদনের প্রতি জোর দেয়া হয়েছে।