ঢাকাগামী যানবাহন কুমিল্লা থেকেই ফিরিয়ে দিচ্ছে পুলিশ !!
সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বের হতে দিবে না বলে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরপর থেকেই কুমিল্লা অংশের মহাসড়কে ঢাকাগামী সকল যাত্রীবাহী যানবাহনকে ফিরিয়ে দিচ্ছে হাইওয়ে পুলিশ।
গতরাতে মহাসড়কের পদুয়ার বাজার, কোটবাড়ি বিশ্বরোড এবং ক্যান্টনমেন্ট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।করোনাভা’ইরাস প্রতিরোধে মানুষের জনসমাগম ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, সরকারি নির্দেশনা মোতাবেক বিকেল থেকেই ঢাকাগামী যেসকল প্রাইভেটকার কিংবা যাত্রীবাহী পরিবহন রয়েছে, সেসব যানবাহনকে জরুরী প্রয়োজন ছাড়া ঢাকায় যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী গাড়ি ও জরুরি সেবাদানকারী যানবাহনকে এ নিষেধাজ্ঞার বাহিরে রাখা হচ্ছে।