দিল্লিতে নিহত বেড়ে ২৭ জন, আহত কয়েক হাজার !!
ভারতের রাজধানী দিল্লি এখন আতঙ্কের জনপদ তবে আতঙ্ক শুধু মুসলিমদের জন্য। দেশটির ক্ষমতাসীন দল বিজেপির পৃষ্ঠপোষকতায় দিল্লিতে চলছে মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ। পাশাপাশি নাগরিকত্ব বিল বিরোধীদের ওপরও নিপীড়ন চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লিতে নিহত হয়েছেন ২৭ জন মুসলিম, আহত কয়েক হাজার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য পাওয়া যায়।দিল্লির এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
তিনি সেখানকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। অজিত ডোভাল সিলামপুর, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরী ঘুরে এসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। তবে সেখানে গিয়েও অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে ডোভালকে। তাঁর সামনেই বোরখা পরা এক তরুণী নালিশ করেন, ‘আতঙ্কের মধ্যে রয়েছি। পুলিশ কিছু করছে না।’