দূষিত বাতাসের শহরের তালিকায় আবারো শীর্ষে উঠে এসেছে ঢাকা !!
দূষিত বাতাসের শহরের তালিকায় আবারো শীর্ষে উঠে এসেছে ঢাকা শহর। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৯৮, যার অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান ‘খুবই অ’স্বাস্থ্যকর’ এবং এ অবস্থায় সবাই মা’রাত্মক স্বাস্থ্য স’মস্যার মুখোমুখি হতে পারেন।
একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য স’তর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সী’মাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
ভারতের দিল্লি এবং মঙ্গোলিয়ার উলানবাটর যথাক্রমে ২১৯ ও ২১৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়।
জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূ’ষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।