দেশে ফিরলেন ৪১৩ বাহরাইন প্রবাসী !!
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে গত রাতে ৪১৩ জন বাহরাইন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।বুধবার দিনগত রাত দেড়টায় চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিনগত রাত দেড়টায় বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছে।
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারেননি এসব প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ফিরলেন।