দেশে ফিরলে বিমানবন্দরেই প্রবাসীরা পাবেন ৫ হাজার টাকা !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাস বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের মৃ’ত্যুর ঘটনা ঘটছে। এবার করোনায় মা’রা যাওয়া প্রবাসী বাংলাদেশি কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
করোনায় সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি কর্মী চাকরি হারিয়েছেন। সরকার তাদের ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ দিবে। একই সঙ্গে করোনার কারণে প্রবাসী কর্মীরা দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে যাতায়াত খরচ হিসেবে ৫ হাজার টাকা পাবেন বলেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা নিয়ে আজ ১৫ এপ্রিল অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক এই ঘোষণা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন ।