দ্বিতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল !!
বৈশ্বিক ম’হামারি করোনা ভা’ইরাসের মধ্যেও সুখবর দিলেন মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। জাতীয় দলের বাইরে থাকা ৩৫ বছর বয়সী ব্যাটসম্যানের ঘর আলোকিত করে এসেছে পুত্র সন্তান।
শুক্রবার (২৯ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে জন্মগ্রহণ করে আশরাফুলের দ্বিতীয় সন্তান। পুত্র সন্তানের বাবা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজেই জানিয়েছেন তিনি।
এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেক তারকা মেহেদী হাসান মিরাজ তার অফিসিয়াল ফেসবুক পেজে আশরাফুলের সদ্য জন্ম নেওয়া সন্তানসহ পরিবারের ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আপনার নতুন পুত্রের জন্ম আপনার পরিবারের জন্য আশীর্বাদ বয়ে এনেছে।অভিনন্দন আশরাফুল ভাই।’