পরকীয়া বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ!
নোয়াখালী সদর উপজেলায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী গৃহবধূ (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ইব্রাহিম মেম্বারের মাছের খামারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী একজন গৃহবধূ সোমবার সুধারাম মডেল থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার প্রধান অভিযুক্ত গৃহবধূর বন্ধু রাকিব (২৫) কে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
মামলার ফাইল থেকে জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার বাসিন্দা গৃহবধূ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চাররামিজ গ্রামের মো। আনোয়ারুল হকের পুত্রের সঙ্গে ছিলেন। রাকিবের (২৫) পূর্ব পরিচয় ছিল। সেই পরিচয়ের ভিত্তিতে রাকিব রোববার বিকেলে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুরের ড্রিম ওয়ার্ল্ড পার্ক পরিদর্শনে গৃহবধূকে নিয়ে যান।
মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাকিব ওই মহিলাকে পার্ক থেকে বের করে ধর্মপুর গ্রামে ইব্রাহিম মেম্বার ফিশ প্রজেক্টে নিয়ে যায়। সেখানে রাকিব প্রথমে তাকে কয়েকবার ধর্ষণ করে। এরপর রাকিবের বন্ধু মামুন (২৫), জুয়েল (২৬), সাইফ উদ্দিন (২৬) মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
খবর পেয়ে সুধারাম মডেল থানা মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে, থানায় নিয়ে আসে এবং রাকিবকে গ্রেফতার করে।
সুধারাম মডেল পুলিশের ওসি মো। শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতা ও তার কথিত বন্ধু দুজনেই বিবাহিত। তারা অপরিচিতদের প্রেমে পড়েছিল। সেই প্রেমের উপর ভিত্তি করে রাকিব ওই নারীকে বেড়াতে নিয়ে যায় এবং তার তিন বন্ধুর সাথে তাকে ধর্ষণ করে।