পাকিস্তান সফরে তামিম-রিয়াদরা যেতে চাইলেও, মুশফিকের না !!
বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে কিনা এ নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই। কেননা পাকিস্তান সফরে যেতে সম্মতি জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। যেতে রাজি হয়েছেন তামিম-রিয়াদরাও। তবে আপত্তি রয়েছে মুশফিকুর রহিমের।
শুরু থেকেই পাকিস্তান সফর নিয়ে বিসিবির অবস্থান ছিল খুব পরিষ্কার। কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতেই পাকিস্তান যেতে চায় তারা। কিন্তু মুমিনুলের স্বাক্ষরের পর প্রশ্ন উঠছে, তবে কি টেস্ট খেলতেও পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ?
এদিকে, বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় বেশিরভাগ ক্রিকেটারই পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে কিনা, সেজন্য আগামী ১২ জানুয়ারি অপেক্ষা করতে হবে। কেননা, সেদিন বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।