পা হারানো রাসেলকে সাড়ে ৩৩ লাখ টাকা দিল গ্রিন লাইন!
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাস দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ ৩৩.৫ লাখ টাকা দিয়েছে।
রাসেল সর্বশেষ ৬ অক্টোবর চার লাখ টাকা পেয়েছিলেন, সব মিলিয়ে রাসেল তার চিকিৎসা ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে মোট ৩৩ লাখ ৪২ হাজার টাকা পেয়েছিলেন। হাইকোর্টে রিট আবেদনকারীর আইনজীবী খন্দকার শামসুল হক রেজা রোববার (১০ অক্টোবর) এ কথা বলেন।
উল্লেখ্য ২০১৮ সালের ২৬ এপ্রিল, কেরানীগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসার গ্রিন লাইন বাসের ধাক্কায় তিনি পা হারান। সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম সে বছর হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। হাইকোর্ট প্রাথমিক শুনানিতে ২০১৮ সালের ১৪ মে রায় দেন।
পরে সেই বছরের ১০ এপ্রিল, হাইকোর্ট গ্রিন লাইনকে প্রতি মাসে ৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুসরণ করে গ্রিন লাইন কর্তৃপক্ষ একই বছরের জুলাই পর্যন্ত তিন ধাপে মোট ১৩ লাখ ৪২ হাজার টাকা প্রদান করেছে।