প্রথমদিনই যে চমক দেখাবেন বাইডেন !!
মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় এক কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।বাইডেনের বিল পরিকল্পনায় যুক্ত চারজনের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হোয়াইট হাউসে প্রথমদিনই বাইডেন যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব সংশ্লিষ্ট আইনের ঘোষণা দেবেন।
এ বিষয়ে ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের নির্বাহী পরিচালক মেরিলেনা হিনক্যাপি এপিকে বলেন, ‘ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতি থেকে বেরিয়ে আসার পথে এটি হবে ঐতিহাসিক ঘটনা। যেখানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ সবাইকে নাগরিকত্বের পথ দেখানো হবে।’
নির্বাচনী প্রচারণায় বাইডেন এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্বের পথ সুগম করার কথা বলে আসলেও করোনা মহামারি ও অর্থনীতিসহ অন্যান্য অগ্রাধিকারের বিষয় রেখে এই ইস্যুটিকে ঠিক কতটা দ্রুত সমাধান করবেন, তা পরিষ্কার নয়।