প্রথমবারের মতো ‘চ্যাম্পিয়ন সাজে’ সেজেছে শেরে বাংলা স্টেডিয়াম !!
যুব বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চারবারের শিরোপা জয়ী ভারতকে হারিয়েছে। বাংলাদেশ এখন ভাসছে ‘চ্যাম্পিয়ন জ্বরে’। আর বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তার রঙ লাগবে না, তা-কি হয়। প্রথমবারের মতো মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও তাই সেজেছে চ্যাম্পিয়ন সাজে।
জানা যায়, আগামীকাল বুধবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দেশে ফিরবেন। বিমানবন্দরেই তাদের অভ্যার্থনা জানাতে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তাদের দেওয়া হবে সংবর্ধনা। যুবা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কিছু পরিকল্পনার কথাও জানিয়েছে।
এদিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাই লাইটিং করা হয়েছে। দেওয়া হয়েছে বড় বড় ব্যানার। তাতে শোভা পাচ্ছে আকবর-শরিফুলদের জয়ের উচ্ছ্বাস। লেখা হয়েছে ‘ওয়াল্ড চ্যাম্পিয়ন’।এর আগে পাপন জানান, ক্রিকেটাররা দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তারা দ্রুত বাড়ি ফিরতে চায়। সেজন্য তাদের ছোট করে সংবর্ধনা দেওয়া এবং এক সঙ্গে খাওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। এরপর সময় নিয়ে দেওয়া হবে গ’ণসং’বর্ধ’না।