ফাঁ’সির রায় শুনে যা বললেন পারভেজ মোশাররফ !!
রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত করে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল (অব.) পারভেজ মুশাররফকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার সাবেক পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে সর্বোচ্চ এই সাজা ঘোষণা করা হয়।
এদিকে রায় শুনে পারভেজ মোশাররফ এক ভিডিওবার্তায় বলেছেন, আমি ভিকটিমাইজ হয়েছি। রায় পুরোটা শুনিনি, তবে আমি আগে থেকেই জানতাম আমি ন্যায়বিচার পাবো না।
তিনি আরো বলেন, এই রাষ্ট্রদ্রোহ মামলা একেবারেই ভিত্তিহীন। আমি ১০ বছর পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছি। আমি আমার দেশের জন্য লড়েছি। রাষ্ট্রদ্রোহের যে মামলা আমার বিরুদ্ধে দেয়া হয়েছে তাতে আমি ভুক্তভোগী। আমার প্রতি অন্যায় হয়েছে।