বাংলাদেশিদের করোনা পরীক্ষায় মাঠে নেমেছে মালয়েশিয়া !!
‘মালয়েশিয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের করোনাভা’ইরাস পরীক্ষা করার জন্য মাঠে নেমেছি। আমরা সিঙ্গাপুরের মতো অভিবাসীদের বৃহৎ আকারে কোভিড -১৯ এর পরীক্ষা করছি। এ ছাড়া ক্লাস্টার গ্রুপের উপর ভিত্তি সংক্রমিত হওয়া হটস্পটগুলতে মন্ত্রণালয় স্ক্রিনিংও করছে’।১৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নূর হিশাম আব্দুলালাহ এসব বলেন।
ডা. নুর হিশাম আব্দুল্লাহ বলেন, জেলাভিত্তিক স্বাস্থ্য অফিসগুলো কার্যকরভাবে বিদেশি শ্রমিকদের বিভিন্ন গ্রুপকে সক্রিয়ভাবে টেস্ট করে আসছে কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় ধারণা করছে, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের বড় একটি অংশ রয়েছে তাদের আ’ক্রান্ত হওয়ার বিষয়টি দেশের জন্য বড় ধরনের ঝুঁকি বহন করে।
‘ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেই বিদেশি শ্রমিকদের ফোকাস করা হচ্ছে। জেলাভিত্তিক স্বাস্থ্য অফিসগুলোর মাধ্যমে হেলথ স্ক্রিনিং টেস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এই পর্যন্ত যতদূর বলা যায় যে, আমরা এখনো কোনো বড় গ্রুপ বা ক্লাস্টার আ’ক্রান্ত হতে দেখছি না। এটি একটি ক্রমাগত প্রক্রিয়া যা অব্যাহত রেখেছে স্বাস্থ্য অফিসগুলো’।