বাড়ল সেনজেন ভিসার ফি, জেনে নিন বিস্তারিত !!
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সেনজেন ভিসার ফি বেড়েছে। আগের চেয়ে ২০ ডলার বাড়ানো হয়েছে এই ফি। সে অনুযায়ী, সেনজেন ভিসার জন্য ফি দিতে হবে ৮০ ইউরো। যা আগে ছিল ৬০ ইউরো।
আগামী বছরের জানুয়ারি থেকে নতুন এই ফি দিতে হবে। সম্প্রতি ইইউ কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সেনজেন ভিসা ডটকম জানিয়েছে।
এছাড়া বাচ্চাদের ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। ১২ বছরের নিচের বাচ্চাদের জন্য ভিসা ফি ৪০ ইউরো দিতে হবে। যা আগে ছিল ৩৫ ইউরো। তবে ৬ বছরের নিচের বাচ্চাদের কোনো ফি লাগবে না।
সেনজেন ভিসা ডটকম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশ থেকে ৩০ হাজার ৫৮৫ জন শেনজেন ভিসার ভিসার জন্য আবেদন করেছিলেন। এরমধ্যে ভিসা পেয়েছেন ২০ হাজার ২৯৬ জন।