বিএনপির জরুরি বৈঠক – খালেদা জিয়ার জামিন শুনানি কাল !!
কারাবন্দি বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির ঠিক আগে জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানান, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার জামিন আব্দেদনের শুনানি হবে। এছাড়াও তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য প্রতিবেদনও দাখিল করা হবে একইদিন।
সূত্রঃ বিডি২৪লাইভ