বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট নিয়ে সুখবর দিল বিসিবি !!
এবারের বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আসবে নামীদামী তারকারা। টিকিটের ব্যাপক চাহিদা থাকায় নতুন আরেকটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাঠের ভেতর মঞ্চের সামনে বসে অনুষ্ঠান দেখতে নতুন ক্যাটাগরির টিকিটের জন্য খরচ করতে হবে ৫ হাজার টাকা।
এর আগে তিন ক্যাটাগরির টিকিটের কথা জানিয়েছিল বিসিবি। মাঠের ভেতর মঞ্চের সামনে বসে অনুষ্ঠান দেখতে একজন দর্শককে খরচ করতে হবে ১০ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মিলবে ২৫০০ টাকায়। আর ক্লাব হাউসের টিকিটের দাম ১০০০ টাকা।আগের তিনটির সঙ্গে ৫ হাজার টাকার টিকিটের নতুন ক্যাটাগরি যুক্ত করার কথা শুক্রবার সন্ধ্যায় জানায় বিসিবি।
শুক্রবার প্রথম তিন ক্যাটাগরির টিকিট দেওয়া হয়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। শনিবার থেকে সব ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে আরও ভিন্ন তিনটি স্থানে। সেগুলো হলো- দ্য ওয়েস্টার্ন ঢাকা, ফাহিম মিউজিক ও গুলশান দুই নম্বরের ক্যাফে ইডেন।
এছাড়া অনলাইনে www.shohoz.com, www.paypoint.com.bd, ও www.gadgetbangla.com,- এই তিনটি মাধ্যমে টিকিট কেনা যাবে।সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।