বেচারা মির্জা ফখরুল বাড়ির চাকর বাকরের মতো আছে: ডা. জাফরুল্লাহ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে তীব্র সমালোচনা করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, “বেচারা বাড়ির চাকর বাকরের মতো আছে৷ সে মনে করে সে চাকরি হারাবে I তার বক্তব্যে আমার হাসি পেয়েছে৷
এ ব্যাপারে চেষ্টা করেও, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া জানা যায়নি, তবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “তিনি যদি এমন মন্তব্য করেন তবে তা অসভ্য হবে।”
সোমবার মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে। তিনি জাফরুল্লাহকে বিভ্রান্তিমূলক ও পরস্পরবিরোধী ভাষায় কথা না বলার অনুরোধ করেন তিনি বলেন, “মি জাফরুল্লাহ বুড়ো হয়েছেন। তিনি একজন অত্যন্ত সম্মানিত মানুষ, একজন জ্ঞানী মানুষ। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষ পরস্পরবিরোধী কিছু বলতে পারে।”
এর আগে, ২ রা সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করেন ড। জাফরুল্লাহ চৌধুরী বলেন, “বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে সেই দায়িত্ব দেওয়া হয়নি।”
এর আগে, ছাত্রদলের নেতাকর্মীরা জাফরুল্লাহ চৌধুরীকে ২৬ জুন প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে কথা বলতে দেননি কারণ তিনি তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করেছিলেন। তাকে আবার এ ধরনের বক্তব্য না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।