বড় দুঃসংবাদ পেলেন নেইমার ভক্তরা !!
কোপা ডে লা লীগাতে রাতে মাঠে নামবে পিএসজি। সেই ম্যাচটা যে পিএসজির কাছে বেশ ভালোই গূরত্বপূর্ণই বলা চলে। তবে এই ম্যাচে না খেলতে পারেন নেইমার।
তবে এই ম্যাচের আগে নেইমার ভক্তদের জন্য বড় দু:সংবাদই দিলেন পিএসজি কোচ থমাস টুখেল। আজকের এই ম্যাচে নেইমারকে বিশ্রাম দেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।ম্যাচের আগে টুখেল বলেন, এই ম্যাচটিতে অন্যান্য খেলোয়াড়দের দেখার সুযোগ রয়েছে। তাই এই ম্যাচে বেশ কিছু তারকা বিশ্রামে থাকবে।