ভালোবাসা দিবসে ‘এক শহরেই’ বিক্রি হলো দুই লাখ টাকার ফুল !!
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বরগুনার বেতাগীতে ২ লাখ টাকার ফুল বিক্রির খবর পাওয়া গেছে। এদিন স্কুল, কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের ফুল কিনতে বেশি দেখা গেছে।
দোকানিরা গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিয়াস, গাঁদা ফুলসহ বিভিন্ন ধরনের ফুলের পসরা বসিয়ে ফুল বিক্রি করতে দেখা যায়। তরুণ-তরুণী ছাড়াও বিভিন্ন বয়সের নারী-পুরুষ এসব ফুল কিনছে এবং প্রিয়জনদের বিতরণ করতে দেখা যায়।
ফুল বিক্রেতা শাওন জানায়, ‘এবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হওয়ায় ফুল সবচেয়ে বিক্রি হয়েছে।