মাত্র পাওয়াঃ দেশে আজ সর্বোচ্চ করোনায় আ’ক্রান্তের রেকর্ড, মৃত্যু ৫ !!
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আ’ক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন আরও ৫ জন। এছাড়া এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জন। করোনা আ’ক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৪ জন।
আজ রবিবার (৩ মে) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভা’ইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আ’ক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।