মাত্র পাওয়াঃ দেশে করোনাক্রা’ন্তের সংখ্যা ছাড়ালো ৪ হাজার !!
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া এই ২৪ ঘণ্টায় করোনাক্রা’ন্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আ’ক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১৮৬ জন, এবং নতুন করে ৭ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বিশ্ব পরিস্থিতি: বিশ্বজুড়ে দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে মৃতের ও আ’ক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এই প্রাণঘাতী ভা’ইরাসে আরও সাড়ে ৬ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। এছাড়াও আ’ক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ২৬ লাখ।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মারা গেছেন ২ হাজার ৩০০ জনের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় ৪৮ হাজার। আ’ক্রান্ত হয়েছে সাড়ে আট লাখ মানুষ। ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে মারা গেছেন ৮০০ জন। এনিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজারের বেশি। ইতালি-স্পেন-ফ্রান্সে এ সংখ্যা ৬৮ হাজার। দিনের হিসেবে মৃত্যু কমেছে ইউরোপের প্রায় সব দেশে।