মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশি প্রবাসী নিহত !!
মালয়েশিয়ায় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বজ্রপাতে নিহত হলেন এক বাংলাদেশি। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক পরমানিক (৩০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টার সময় দেশটির টেরেংগানুর কেমামান জেলার বান্ডার সিনি নামক এলাকায়।
তবে নিহত বাংলাদেশির দেশের ঠিকানা জানা যায়নি।কেমামান জেলা পুলিশ সুপার হানিয়ান রামলান জানান, নিজের ঘর থেকে পায়ে হেটে ১শ মিটার দুরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থলের পাশে থাকা বাংলাদেশি আরিফুল জানায়, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এগিয়ে এসে দেখি আমার দেশের মানুষ নিহত হয়েছে। নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য কেমামান হাসপাতালে রাখা হয়েছে।