মুশফিকের কড়া সমালোচনায় যা বললেন রমিজ রাজা !!
পারিবারিক ও নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাননি বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। টি-টোয়েন্টির পর টেস্টও যাননি মুশফিক। এই কারণে মুশফিককে এক হাত নিলেন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
তিনি বলেন, ‘যখন পুরো দলই পাকিস্তানে আসছে, কিন্তু শুধু একজন এলেন না, এটা সত্যিই ভালো দেখায় না। এমনকি একজন সফরে আসেনি- এটা ভালোও শোনায় না। তার সতীর্থরা পাকিস্তানে এসেছে। তারা পাকিস্তানের নিরাপত্তায় আস্থা রাখছে। একজন উল্টোদিকে হাঁটছে- এটা খুবই হতাশাজনক।’
তিনি আরো বলেন, ‘অবশ্য এটাও মেনে নিতে হবে- সিদ্ধান্তটা ব্যক্তিগত। কিন্তু আপনাকে দল নিয়ে তো ভাবতে হবে। (মুশফিক না থাকায়) তারা তাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানকে ছাড়াই খেলতে এসেছে।’