যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও মুসলিম দেশকে কালো তালিকা ভুক্ত করল ট্রাম্প !!
২০১৭ সালের শেষের দিকে অনেক মা’মলা মোকদ্দমার পর ছয় দেশের নাগরিকরদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নি’ষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের নি’ষেধাজ্ঞা দেয়ার বিষয়ে চিন্তা করছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে আরও ফোকাস করতে এমন কিছু করতে যাচ্ছে ।
তবে কয়টি দেশ নতুন করে নি’ষেধাজ্ঞা পেতে যাচ্ছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। কিন্তু নি’ষেধাজ্ঞা পেতে যাওয়া দেশগুলো বেশিরভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে বলে জানিয়েছে এপিতে সাক্ষাৎকার দেয়া দুই কর্মকর্তা।
বর্তমানে পাঁচটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশসহ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। মুসলিম দেশগুলো হলো- ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন। আর অন্য দুটি দেশ হলো- ভেনেজুয়েলা ও উত্তর কোরিয়া।
মূলত ‘যু’দ্ধবি’ধ্বস্ত হওয়ায় এসব দেশের নাগরিকদের কালো তালিকা করা হয়েছে বলে উল্লেখ করেছিল ট্রাম্প প্রশাসন।