যেভাবে প্রকাশ পেলো এই করোনা-ভাইরাস !!
করোনাভাইরাস জটিল পর্যায়ে চলে গেলে প্রাণঘাতী হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকা জরুরি। করোনাভাইরাসের লক্ষণ কী?
প্রশ্ন : করোনোভাইরাসের লক্ষণ কী?
উত্তর : লক্ষণগুলো আগের ভাইরাসের মতোই। যেমন, ২০০২ সালে আমাদের সার্স ভাইরাস হয়েছিল। ২০১২ সালে হয়েছিল মিডেলিস্ট রেসপেরেটরি ভাইরাস। এই ভাইরাসগুলো যেরকম, সেরকমই করোনা ভাইরাস। করোনার যখন সংক্রমণ হয়, আগের মতোই সংক্রমণ হয়। যেমন, সর্দি হয়, প্রচুর জ্বর হয়। ১০২ থেকে ১০৪ জ্বর হয়। হাঁচি-কাশি থাকে, এর সঙ্গে নাক দিয়ে পানি পড়তে থাকে। শরীরব্যথা থাকতে পারে। এ রকম লক্ষণ হয়।
প্রশ্ন : জটিলতার দিকে যায় কীভাবে?
উত্তর : এই ভাইরাসটা সাধারণ আক্রান্ত করে বিশেষ দলের মানুষকে। বাচ্চাদের অথবা বুড়দের। তবে এবার দেখা গেছে, ২৫ থেকে ৪৯ বছর বয়সের অনেকে আক্রান্ত হয়ে গেছে। তখন যারা চিকিৎসাবিদ বা বিজ্ঞানী, তারা চিন্তা করেছে এই বয়সে তো এত আক্রমণ হয়নি, তাই এই বয়সটাকে একটু গবেষণা করে দেখি। দেখা গেল, এটি সার্স ভাইরাস বা মার্স ভাইরাসের চেয়ে একটু আলাদা।
প্রশ্ন : ছড়ায় কীভাবে?
উত্তর : হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। ধারণা করা হচ্ছে, এটি প্রাণী থেকে আসছে। এটা মানুষ থেকে মানুষে ছড়ায়। যারা কাশি দিচ্ছে, হাঁচি দিচ্ছে, থুথু ফেলছে; এর তিন ফুট কাছে যারা থাকে, তারাই আশঙ্কার মধ্যে থাকে।
সূত্র : এনটিভি