রাতে ঘুমালেন সবাই, সকালে মা-ছেলের রহস্যজনক মৃ’ত্যু !!

নওগাঁর রাণীনগরে আশেদা বিবি (৫৫) ও আসলাম আলী (৩৫) নামে মা-ছেলের রহস্যজনক মৃ’ত্যু হয়েছে। কেউ বলছে পরিকল্পিত হ’ত্যাকাণ্ড আবার কেউ বলছেন আত্মহ’ত্যা হতে পারে। শনিবার (৯ মে) সকালে পৃথক শয়ন কক্ষ থেকে তাদের লা’শ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়,উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের আব্দুস ছালামের স্ত্রী আশেদা বিবি, ছেলে দুবাই প্রবাসি আসলাম আলী ও ছোট ছেলে আল আমিন নিয়ে বসবাস করতেন।

শুক্রবার (৮ মে) রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পরে। সকালে ছোট ছেলে আল আমিন ঘুম থেকে ওঠে মাকে ডাকতে গিয়ে দেখতে পান মেঝেতে তার লা’শ পরে আছে। এরপর ভাই আসলামকে ডাকতে গিয়ে দেখতে পান সেও মেঝেতে পরে আছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা বলতে পারেননি তিনি। রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, পুলিশ লা’শ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হবে। তবে ঘটনাটি সার্বিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *