রান্না খারাপ হলে নারীদের আগুনে পুড়িয়ে মারছে তালেবান!
আফগানিস্তানের সাবেক বিচারক নাজলা আইয়ুবী দাবি করেছেন, তালেবান যোদ্ধারা নারীদের তাদের জন্য রান্না করতে বাধ্য করছে। আর যদি সেই রান্না করা খাবার খেতে খারাপ হয়, তাহলে উত্তর আফগানিস্তানে নারীদের পুড়িয়ে মারা হচ্ছে। একটি আমেরিকান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমি গত কয়েকদিন ধরে আফগানিস্তানের অনেক মানুষের সাথে কথা বলেছি।” আমি যা শুনছি তা কল্পনার বাইরে। তালেবান যোদ্ধাদের অল্প বয়সী মেয়েদের বিয়ে করতে বাধ্য করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে আফগান মেয়েরা কফিনে অন্য দেশে পাচার হয়ে আসছে। ‘
এদিকে, রেডিও ও টেলিভিশন আফগানিস্তানের উপস্থাপক শবনম খানকে অফিসে ঢুকতে দেওয়া হয়নি। তাকে তালেবান প্রশাসন বলেছে যে আপনি তালেবান শাসনের অধীনে কাজ করতে পারবেন না।
স্থানীয় গণমাধ্যম টলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সমাজকর্মী ফারিহা এসার বলেন, “আফগান নারীরা তাদের শিক্ষা, কাজ এবং রাজনীতিতে অংশগ্রহণের অধিকার এত সহজে ছাড়বে না।”