শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে মোদির উষ্ণ শুভেচ্ছা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তাদের ভেরিফাইড ফেসবুকে এই তথ্য শেয়ার করেছে।
হাইকমিশন ফেসবুকে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের মানুষের সেবায় সাফল্য কামনা করেন।
এর আগে ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে অভিনন্দন জানাতে শেখ হাসিনা ৭১ টি গোলাপ পাঠিয়েছিলেন। এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তার অভিনন্দন বার্তায় মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মঙ্গলবার ছিল প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন।