শেখ হাসিনা আমাদের খুব কাছের মানুষ: মমতা !!
ঐতিহাসিক ইডেন টেস্টে গোলাপি বলের টেস্টে প্রথমবারের মত মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। আর এই টেস্টের ঘন্টা বাজিয়ে উদ্ভোদন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ শুক্রবার মুর্শিদাবাদে সাংবাদিকদের বলেছেন, তার সঙ্গে বৃহস্পতিবার সকালে হাসিনার সঙ্গে একবার কথা হয়েছে। ইডেনে দেখা হওয়ার পর তিনি আরও দু’বার হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে যাবেন হোটেলে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সূচিতেও রয়েছে মমতার সঙ্গে আলাদা সৌজন্য বৈঠকের কথা।
মমতা বলেন, ‘আমাদের খুব কাছের মানুষ শেখ হাসিনা। এপার বাংলার মানুষ তাকে খুব সম্মান করেন। বাংলাদেশের মানুষদেরও আমরা খুব ভালোবাসি। উনিও আমাদের খুব ভালোবাসেন। মোট তিনটি জায়গায় আমাদের দেখা হবে। সন্ধ্যা ছয়টার সময় তাজ বেঙ্গলে আলাদা করে বসব।’
আজ দুপুর ১টা ৩০ মিনিটে ঐতিহাসিক ইডেনে গোলাপি বলের টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত।