শ্রীলঙ্কা-নেপালেও সরকার গঠন করতে চায় বিজেপি !!
বারবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার তিনি এমন এক মন্তব্য করলেন, যা নিয়ে পুরো উপমহাদেশজুড়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে।এনডিটিভির খবরে বলা হয়, গতকাল রোববার ত্রিপুরার রাজধানী আগরতলায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
সেখানে তিনি বলেন, কেবল দেশের ভেতরেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও বিজেপির রাজনীতির বিস্তৃতি ছড়িয়ে দেয়া হবে।ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্বৃতি দিয়ে বিপ্লব দেব বলেন, নেপাল ও শ্রীলঙ্কায় বিজেপি সরকার গঠনের পরিকল্পনা রয়েছে। আর এ কথা খোদ অমিত শাহ তাকে জানিয়েছেন।
তিনি জানান, ২০১৮ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের সময় প্রচারে এসেছিলেন বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহ এবং সে সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রের পরিকল্পনা নিয়ে তার সঙ্গে কথা হয় বিপ্লব দেবের। তখন রাজ্যের গেস্ট হাউসে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ওই বৈঠকে বিজেপি উত্তর-পূর্বের আঞ্চলিক সম্পাদক অজয় জামওয়াল বলেছিলেন, ”ভারতের প্রায় সব রাজ্যেই সরকার গঠন করেছে বিজেপি।”জবাবে অমিত শাহ বলেন, এখনো শ্রীলঙ্কা ও নেপালে সরকার গঠন করা বাকি আছে এবং ওই দুই দেশে বিজেপির বিস্তৃতি ঘটিয়ে জিততে হবে।আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস হেরে যাবে বলেও এ সময় দাবি করেন বিপ্লব দেব। বলেন, এবার বাংলাতেও সরকার গঠন করবে বিজেপি।