সাকিবের রেকর্ডের সাথে ২৯ সংখ্যাটা মিশে আছে যেভাবে !!
বাংলাদেশ দলের ক্রিকেটের সাথে সাকিবের নামটা যে বেশ ভালোভাবেই জড়িত আছে। একের পর এক বল কিংবা ব্যাট হাতে চমক দেখাতে পারেন তিনি।
আর এই সাকিবের সাথেই যে ২৯ সংখ্যাটা মিশে আছে বেশ ভালোভাবেই। বাংলাদেশের অধিনায়ক হিসেবে জেতা ম্যাচে সাকিব প্রতিটি উইকেট নিতে বল করেছেন প্রায় ২৯টি।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের বোলিং গড় ২৯।সাকিব টেস্টে ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে উইকেট নিয়েছেন ২৯টি। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সাকিবের বোলিং গড়ও ২৯।টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব ব্যাটিং করেছেন ২৯ ইনিংস।
২০১৭ সালে সাকিব টেস্টে উইকেট নিয়েছেন ২৯টি।টেস্ট ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় ইনিংসে সাকিব ব্যাটিং করেছেন ২৯ ইনিংস।আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সাকিব চার নম্বর ব্যাটিং পজিশনে নেমেছেন ২৯ ইনিংস।