‘সোলাইমানি হ’ত্যার মা’র্কিন বা’হিনীর তোলা ছবি ফাঁস’ !!
গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে অস্থিরতা দেখা দিয়েছে।
এমতাবস্তায় সোলাইমানি হত্যার সময় মার্কিন বাহিনীর তোলা ছবি ফাঁস হয়েছে।ছবিতে দেখা যায়, আগুনে পুড়ছে সোলামানিকে বহনকারী গাড়ি। এমনকি সোলাইমানিও দেহও জ্বলন্ত গাড়ির পাশেই পড়েছিল। আর সোলাইমানির দেহের পাশেই পড়েছিল তার ব্যবহৃত মানিব্যাগ, কবিতার বই।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে ওই ঘটনার ঠিক পরক্ষণেরই ছবি পেয়েছে ফক্স নিউজ। কাসেম সোলাইমানির ছিন্নভিন্ন দেহেরও ছবি পাওয়া গেছে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে। সোলাইমানিকে বহনকারী গাড়ির জ্বলন্ত ছবিও রয়েছে।