সৌদি আরবে করোনা ভাই’রাস নিয়ে বিশাল সুখবর !!
করোনা ভাই’রাস দিন দিন দারা বিশ্বে ব্যাপক ভাবে হানা দিচ্ছে। সৌদি আরবও এই করোনার বাহিরে নয়। দেশটিতে প্রতিদিন বাড়ছে করোনা ভাই’রাস। প্রতিদিন মরছে অনেক মানুষরবে খুশির খবর হল সুস্থের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। গত ১৮ মে একদিনেই রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ২৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন!
এরফলে সৌদিতে করোনাভাই’রাস থেকে সুস্থতার সংখ্যা দাড়ালো ২৮ হাজার ৭৪৮ জনে! সৌদি আরবে আজ সোমবার (১৮ মে) একদিনেই রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।এছাড়াও বিগত ২৪ ঘন্টায় নতুন আ’ক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৩ জন, মারা গিয়েছেন ৮ জন। সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৩৪৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৭৪৮ জন সুস্থ হয়ে উঠেছে।
সৌদি আরবে মোট আ’ক্রান্তের তূলনায় সুস্থ হয়ে উঠার হার প্রায় ৫০ শতাংশ, যা সারাবিশ্বের গড় সুস্থতার হার এর চাইতে প্রায় ১২ শতাংশ বেশি। এছাড়াও সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৩২০ জন রোগী মারা গিয়েছেন, যা মোট আ’ক্রান্তের শূন্য দশমিক ৫ শতাংশ।সারাবিশ্বের তূলনায় সৌদি আরবের মৃত্যুর হার অনেক কম। সৌদি আরবে করোনাভাই’রাস প্রতিরোধে আগামী ২৩ থেকে ২৭ মে পর্যন্ত ২৪ ঘন্টার কারিফিউ জারি থাকবে। ঈদের সময়ে যাতে মানুষজন জনসমাগম করতে না পারে সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।