স্বর্ণ ডাকাতি, ডিবির এসআই গ্রেফতার!
ফেনীতে একটি হাই প্রোফাইল সোনার বার ডাকাতি মামলায় ফিরোজ আলম নামে একজন এসআইকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআই ফিরোজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, সোনার বার ডাকাতির সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকার খবর পাওয়া গেছে। তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিভিন্ন দল কাজ করছে।
৮ আগস্ট বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার সময় ডিবি পুলিশের দল ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের সামনে ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে ২০ টি স্বর্ণের বার লুট করে। ১০ আগস্ট রাতে ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফেনী মডেল থানায় ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেন।
মামলার পর ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো। সাইফুল ইসলামসহ ছয় পুলিশকে গ্রেফতার করা হয়। একই সময়ে ২০ বার আত্মসাতের মধ্যে ১৫ টি ওসি সাইফুল ইসলামকে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই ফিরোজ আলম ছাড়াও ফেনী জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ওসি সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, নুরুল হক, মিজানুর রহমান, এএসআই অভিজিৎ বড়ুয়া, মাসুদ রানা ও চামদুল করিম ভুট্টোও এই মামলায় কারাগারে রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।