অতিরিক্ত ইয়াবা খেয়ে তরুণীর মৃত্যু !!
কক্সবাজারে অতিরিক্ত ইয়াবা সেবনের কারে স্বর্না রশিদ (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।শুক্রবার ভোরে কক্সবাজারের একটি হোটেলে এই ঘটনা ঘটে। স্বর্না রশিদ প্রাইভেটে ব্রিটিশ কাউন্সিলে “এ লেভেল” এ অধ্যায়নরত ছিল।নিহত স্বর্নার বাড়ি ঢাকার কোতোয়ালী এলাকায়। তার পিতার নাম হারুনুর রশিদ পাপ্পু।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত খাইরুজ্জামান জানান, স্বর্না রশিদ বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে আসে। তারা কক্সবাজার শহরের কলাতলীর হোটেল জামান নামে একটি হোটেলে অবস্থান করছিল। অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে স্বর্না গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
মূমুর্ষ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনাহলে স্বর্নার মৃত্যু হয়। পুলিশ মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।