অবশেষে পপির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব !!
আবারো নিজের প্রযোজনার ছবি নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড অভিনেতা অমিত হাসান। নাম ঠিক না হওয়া সেই ছবিতে জুটি বেধে অভিনয় করবেন শাকিব খান এবং পপি। অমিত হাসান নিজেই এমন তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে অমিত হাসান বলেন, ‘শাকিব আমার ভাই, তার সঙ্গে একটা আত্মার সম্পর্ক আছে। আমার একটা চাওয়া সে অপূর্ণ রাখবে না। তবে নায়িকা হিসেবে পপির সঙ্গে ইতিবাচক আলাপ হয়েছে। সেও আমার প্রযোজনায় কাজ করতে উৎসাহী। পপি ও শাকিবকে একসঙ্গে পেলে দারুণ কিছু হবে বলেই প্রত্যাশা করি। সময় হলে আমি আনুষ্ঠানিকভাবে এ ছবির সব ঘোষণা দেবো।’এ সময় তিনি আরো জানান, চিত্রনাট্য হাতে পেলে আসছে মে মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে। এটি কোরবানি ঈদকে টার্গেট করে নির্মিত হবে বলেও জানান অমিত হাসান।
এদিকে পরিচালক শাহীন সুমন ছবিটির প্রসঙ্গে জানান, অমিত হাসান আমার বন্ধু মানুষ। অমিত বেশ কয়েকবার বলেছে প্রযোজনায় ফিরতে চায়। পপি ও শাকিব খানকে নিয়ে ছবি করার ইচ্ছা তার। আনুষ্ঠানিক চুক্তি বা সিরিয়াস কোনো তথ্য আমার কাছে নেই। অমিত বললে আমি অবশ্যই সিনেমাটি করবো। তবে সেটি এখন পর্যন্ত আড্ডার আলোচনা হিসেবেই রয়েছে।